Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ৮ প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহার

সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের‌ শেষ দিন হওয়ায় সদস্য পদে ৪০জন প্রার্থীর মধ্যে ৮জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন বলে নিশ্চিত করেছেন নির্বাচন কমিশন।

রবিবার (২৫ সেপ্টেম্বর) সদস্য পদে ৪০জন প্রার্থীর মধ্যে মো. বিল্লাল হোসাইন (মধ্যনগর), মো. ইকবাল হোসেন (বিশ্বম্ভরপুর), মো. শহিদুল ইসলাম (জামালগঞ্জ), সৈয়দ তছলিমুর রহমান দুলাল (জগন্নাথপুর), রেজাউল আলম (শান্তিগঞ্জ), মো. সোহেল মিয়া (শান্তিগঞ্জ), জাকির হোসেন শাহীন (সুনামগঞ্জ সদর), আমিনুল ইসলাম সেলিম (দোয়ারাবাজার) ৮জন প্রার্থিতা প্রত্যাহার করেছেন।

এদিকে, জেলা পরিষদ চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. ড. খায়রুল কবির রুমেন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট অংশ গ্রহণ করবেন। সংরক্ষিত নারী সদস্য হিসেবে ১১জন এবং সাধারণ সদস্য হিসেবে ৩২জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করবেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন ও জেলা প্রধান নির্বাচন কমিশনার মো. মুরাদ উদ্দীন এ তথ্য নিশ্চিত করে জানান, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যাড. ড. খায়রুল কবির রুমেন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট অংশ গ্রহণ করবেন।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী জেলা পরিষদ নির্বাচনের প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর এবং ভোট গ্রহণ ১৭ অক্টোবর ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এমকে