Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

তাজিয়া মিছিলে দা-ছোরা-বল্লম ব্যবহার নিষিদ্ধ

পবিত্র আশুরায় তাজিয়া মিছিলে দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠি ইত্যাদির ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এসব সামগ্রীকে জনসাধারণের নিরাপত্তার জন্য হুমকি মনে করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রোববার (৭ আগস্ট) ডিএমপির কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। সোমবার (৮ আগস্ট) বিকেলে ডিএমপির গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, পবিত্র আশুরা উপলক্ষে ঢাকার বিভিন্ন এলাকায় তাজিয়া মিছিল হবে। মিছিলে পাইক দলভুক্ত ব্যক্তিরা দা, ছোরা, কাঁচি, বল্লম, তরবারি, লাঠি ইত্যাদি নিয়ে অংশ নেন। যা ক্ষেত্রবিশেষে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করে। তাছাড়া, আশুরা উপলক্ষে আতশবাজি ও পটকা ফাটানো হয়, যা ধর্মীয় ভাবগম্ভীর্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে তাজিয়া মিছিলে এসব বস্তু ব্যবহার বা পটকা ফাটানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হলো। যা তাজিয়া মিছিল শেষ না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।

উল্লেখ্য, মঙ্গলবার (৯ আগস্ট) পবিত্র আশুরা পালিত হবে।