Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

তারল্য সংকট কাটাতে ঋণ নিয়েছে পাঁচ ব্যাংক 

তারল্য সংকট কাটাতে ইসলামি শরীয়াহ ভিত্তিক পাঁচ ব্যাংকে চার হাজার কোটি টাকা ঋণ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সুকুকের বিপরীতে দেওয়া এ টাকা বুধবার (৭ ডিসেম্বর) ব্যাংকগুলোর হিসাবে যোগ হবে বলে বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে।

এর আগে, গত সোমবার (৫ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংক থেকে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। এতে বলা হয়, ইসলামিক আর্থিক ব্যবস্থাকে অধিকতর শক্তিশালী করার লক্ষে বাংলাদেশ ব্যাংকের পক্ষে এ তারল্য সুবিধা দেওয়া হবে। শরীয়াহ্ ভিত্তিক ব্যাংকগুলো সপ্তাহের প্রতি কার্যদিবসে নিয়মিতভাবে এ সুবিধা নিতে একটি ফর্মে আবেদন করতে পারবে।

দেশের শরীয়াহ্ ভিত্তিক ব্যাংকগুলো তারল্য সংকট কাটাতে ১৪ দিন মেয়াদে এ সুবিধা পাবে। এরই মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের এ সুবিধা দেওয়ার প্রথম দিনই অর্থাৎ মঙ্গলবার পাঁচটি ইসলামী ধারার ব্যাংক, বাংলাদেশ ব্যাংক থেকে চার হাজার কোটি টাকা ধার নিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের এক কর্মকর্তা বলেন, ইসলামিক ব্যাংকস লিকুইডিটি ফ্যাসিলিটির মাধ্যমে পাঁচটি ইসলামী ব্যাংককে চার হাজার কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার ব্যাংকগুলোর হিসাবে এসব টাকা যুক্ত হবে। সুকুকের বিপরীতে প্রথম দিনে এ টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়। প্রয়োজনমতো টাকা নিতে পারবে ইসলামি ধারার অন্য ব্যাংকগুলোও।

বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে অর্থ ধার নেওয়া পাঁচ ব্যাংকের মধ্যে রয়েছে- ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, ইউনিয়ন ব্যাংক লিমিটেড, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড ও গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড।

তবে প্রথম দিনে সবচেয়ে বেশি টাকা দেওয়া হয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডকে। সাম্প্রতিক অবস্থায় বেসরকারি খাতের সবচেয়ে বড় এ ব্যাংকটির আমানত প্রতিদিন কমছে। গত সোমবার ব্যাংকটির আমানত কমে দাঁড়িয়েছিল ১ লাখ ৪৬ হাজার ৯৬৪ কোটি টাকায়। ইসলামী ধারার ব্যাংকগুলোর তারল্য সংকট কাটাতেই এই ঋণ সহায়তা দেওয়া হচ্ছে বলে সূত্র জানিয়েছে।