Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

তৃতীয় দিনের ধর্মঘটে দুর্ভোগে যাত্রীরা

তৃতীয় দিনের মতো ১০ দফা দাবিতে রাজশাহী বিভাগে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। এতে জয়পুরহাট জেলা থেকে অভ্যন্তরীন রুটে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। এমনকি জেলার বাইরে থেকেও কোনো পরিবহন জয়পুরহাট শহরে প্রবেশ করেনি। 

এদিকে শনিবার (৩ ডিসেম্বর) বিভিন্ন গন্তব্যে যেতে ইচ্ছুক যাত্রীদের দুর্ভোগ পোহাতে দেখো গেছে। অতিরিক্ত ভাড়া দিয়ে অনেক যাত্রী অটোরিকশা বা ছোট বাহনে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হচ্ছিলেন। এছাড়া ট্রেন স্টেশনেও যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে।

২০১৮ সালের সড়ক পরিবহন আইন সংশোধন, মহাসড়কে থ্রি-হুইলার, নসিমন, করিমন ও ভটভটির মতো অবৈধ যান চলাচল বন্ধ করাসহ ১০ দফা দাবিতে গত বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডাক দেয় রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন মালিক ও শ্রমিক পরিষদ।

রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন মালিক ও শ্রমিক পরিষদের কার্যকরী সভাপতি রফিকুল ইসলাম রফিক বলেন, ‘দাবি না মানা পর্যন্ত আমাদের এই ধর্মঘট চলবে। সরকার আলোচনায় না বসলে আগামীতে পুরো উত্তরবঙ্গে পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হবে।’