Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

ট্রান্সজেন্ডার নারী চরিত্রে সুস্মিতা সেন

সাবেক বিশ্বসুন্দরী সুস্মিতা সেনকে দীর্ঘ বিরতির পর ফের পর্দায় দেখা যাবে। এবার ওয়েব সিরি়জ় ‘আর্যা’র তৃতীয় সিজনের নাম ভূমিকায় দেখা যাবে তাকে। তবে বলিউড পাড়ায় জল্পনা, ‘আর্যা’ ওয়েব সিরিজের পাশাপাশি বড় প্রযোজনা সংস্থার ব্যানারে আরও একটি ওয়েব সিরিজ়ের মুখ্য চরিত্রে অভিনয় করতে চলেছেন সুস্মিতা সেন।

ভারতীয় প্রভাবশালী গণমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা, আত্মজীবনীমূলক সেই সিরিজ়ে তাকে মহারাষ্ট্রের ট্রান্সজেন্ডার আন্দোলনের অন্যতম মুখ গৌরী সবন্তের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। সিরিজ়ের পরিচালনার দায়িত্বে থাকছেন মরাঠি পরিচালক রবি যাদব।

এতে আরও বলা হয়, গৌরী সবন্তের নাম জন্মের পর ছিল গণেশ সবন্ত। মুম্বাইয়ে রূপান্তরকামীদের আর্থ-সামাজিক মানোন্নয়ন-সহ নানা কাজের সঙ্গে যুক্ত ছিলেন গৌরী। ‘সখী চার চৌঘি ট্রাস্ট’ নামক সেবামূলক প্রতিষ্ঠানের কর্ণধারও এই রূপান্তরকামী। সবন্তের এই প্রতিষ্ঠান এইডসের সংক্রমণ রুখতে নানা পদক্ষেপ করে থাকে।

প্রসঙ্গত, ২০০১ সালে এক যৌনকর্মীর কন্যাসন্তানকে দত্তক নিয়ে রাতারাতি সংবাদ শিরোনামে চলে এসেছিলেন গৌরী। সেই কন্যাসন্তানের নাম রেখেছিলেন ‘গায়েত্রী’। সেই সময় তাকে ‘ভারতের প্রথম রূপান্তরকামী মা’-এর উপধী দেওয়া হয়েছিল।

গৌরীর প্রিয় ‘গায়েত্রী’ কিছু দিন আগেই একটি ছোট ভিডিওতে জানান, কীভাবে তাকে তার নতুন মা উদ্ধার করেছিলেন। তিনি আইনজীবী হিসাবে জীবনে প্রতিষ্ঠিত হতে চান এবং তার রূপান্তরকামীদের লড়াইয়ে আইনি সহায়তা দিতে চান বলে আশাবাদ ব্যক্ত করেন।

এমকে