Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

ট্রলির ধাক্কায় সিএনজি চালক নিহত, ৩ পুলিশ আহত

পাবনা সদর উপজেলার শাহারদিয়ার নামক এলাকায় খড়ি বোঝাই ট্রলির ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অটোরিকশায় থাকা তিন পুলিশ সদস্য।

এদিকে ঘটনার পরপরই ট্রলির চালক ইমামুল হক সোহাগ ও তার সহযোগী স্বপন হোসেনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে দুর্ঘটনাটি ঘটে। 

নিহত সিএনজি অটোরিকশা চালকের নাম শাহেদ মাহমুদ লিমন (২৫)। তিনি পাবনা পৌর সদরের দক্ষিণ রাঘবপুর মহল্লার মাহমুদ খোকনের ছেলে।

আহত পুলিশ সদস্যরা হলেন- হেমায়েতপুর পুলিশ ফাঁড়ির এএসআই আমিন উদ্দিন, কনস্টেবল জাহাঙ্গীর হোসেন ও রাসেল হোসেন।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, একটি সিএনজি অটোরিকশা নিয়ে রাতে টহলে যান হেমায়েতপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা। রাত ১টার দিকে পাবনা সদরের কাশিপুর থেকে রূপপুর সড়কের শাহারদিয়ার নামক স্থানে খড়ি বোঝাই একটি ট্রলি সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক লিমনের মৃত্যু হয়। আহত হন তিন পুলিশ সদস্য। পরে তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কনস্টেবল জাহাঙ্গীর হোসেনের অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের স্থানান্তর করেন চিকিৎসক। দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রলিটি জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে ট্রলির চালক ও হেলপারকে।

তিনি আরও জানান, রাতে টহলের জন্য হেমায়েতপুর পুলিশ ফাঁড়ির সদস্যদের জন্য আলাদা গাড়ির বরাদ্দ নেই। যে কারণে প্রতিরাতে টহলের জন্য সিএনজি অটোরিকশা রিকুইজিশন করে কাজ করতে হয়। ঘটনার পর আমরা হাসপাতালে গিয়ে নিহতের পরিবারের সঙ্গে কথা বলেছি। নিহতের দাফনের জন্য পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এছাড়াও জেলা পুলিশ নিহত সিএনজি অটোরিকশা চালকের পরিবারকে আর্থিক সহায়তাসহ সব ধরনের সহযোগিতা দিতে পাশে থাকবে।