Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দেওয়ার আহ্বান

নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

রোববার (৪ ডিসেম্বর) সন্ধ‌্যায় এক বিবৃতিতে দলটির আহ্বায়ক এএফএম সোলায়মান চৌধুরী এবং সদস্য সচিব মজিবুর রহমান মন্জু এ আহ্বান জানিয়েছেন।

এবি পার্টির নেতারা বলেছেন, ‘সরকারকে অতি শিগগির পদত্যাগ করে নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে সহিংসতা ও রাজনৈতিক অনিশ্চয়তা থেকে জাতিকে মুক্ত করতে হবে। অবিলম্বে বিএনপিকে তাদের দাবি মোতাবেক নয়াপল্টনে গণসমাবেশ করার অনুমতি দিতে হবে।’

বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে গণগ্রেপ্তার ও পুলিশি হয়রানির প্রতিবাদ জানিয়ে এবি পার্টির নেতারা বলেছেন, ‘রাজনৈতিক দলের জন্য সভা, সমাবেশ ও সরকারের সমালোচনা করা সংবিধান প্রদত্ত মৌলিক অধিকার। কিন্তু, আমরা ১৪ বছর ধরে লক্ষ করছি যে, এই ফ্যাসিবাদী সরকার জনগণের মৌলিক মানবাধিকার লঙ্ঘনের মহোৎসব চালাচ্ছে দেশব্যাপী। সরকার ইতোমধ্যে নির্বাচন কমিশনসহ গণতান্ত্রিক সব প্রতিষ্ঠানকে দলীয় আজ্ঞাবহ দাসে পরিণত করেছে।’

তারা বলেন, ‘কয়েক মাস থেকে জাতি উদ্বেগের সাথে লক্ষ করছে যে, বিরোধী রাজনৈতিক দলের মহাসমাবেশ ঠেকাতে জোর করে পরিবহন ধর্মঘট ডাকা, পথে পথে বাধা, গায়েবি মিথ্যা মামলা, গণগ্রেপ্তার, মেসে/বাসায়/হলে তল্লাশির নামে গণহয়রানি রাজনৈতিক সকল মূল্যবোধ ও সংবিধানের সীমা ছাড়িয়ে গেছে।’

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার বাসভবনের সামনের রাস্তায় চেকপোস্ট বসানোর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবি পার্টির আহ্বায়ক ও সদস্য সচিব।