Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

ট্যুরিজম মেলায় ইউএস বাংলার টিকিটে ছাড় 

ভ্রমণপিপাসুদের উৎসাহ জোগানোর পাশাপাশি পর্যটন শিল্পের প্রচার ও প্রসারে শুরু হয়েছে তিন দিনব্যাপী বাংলাদেশ ইন্টারন্যাশনাল ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এক্সপো-২০২২। মেলায় যাত্রীদের জন্য আকর্ষণীয় ছাড় ঘোষনা করেছে দেশের অন্যতম বেসরকারি এয়ারলাইন্স ইউএস বাংলা।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হওয়া তিন দিনের এ মেলায় ইউএস বাংলা এয়ারলাইন্সের পক্ষ থেকে যাত্রীদের জন্য অভ্যন্তরীণ রুটে ১৫ ও আন্তর্জাতিক রুটের টিকিটে ১০ শতাংশ ছাড় ঘোষণা করেছে বিমান সংস্থাটি।

বাংলাদেশ ইন্টারন্যাশনাল ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এক্সপোস্থলে সুসজ্জিত ইউএস বাংলা এয়ারলাইন্সের প্যাভিলিয়নে ভ্রমণপিপাসুরা আগ্রহ নিয়ে তাদের এ অফারটি সম্পর্কে খোঁজ খবর নিতে দেখা গেছে।

ইউএস বাংলা এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার (জনসংযোগ) কামরুল ইসলাম বলেন, শুধু বাংলাদেশ ইন্টারন্যাশনাল ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এক্সপো উপলক্ষে যাত্রীদের জন্য দেশের মধ্যে সব টিকিটের ওপর ১৫ ও বাইরের জন্য ১০ শতাংশ ছাড়ের অফারটি চলছে।

তিনি জানান, মেলা চলার সময়ের মধ্যে (১ থেকে ৩ ডিসেম্বর) যেকোনো যাত্রী ছাড়ের এই অফারটি নিতে পারবেন। এই তিন দিনের মধ্যে টিকিট কাটলে সেই ভ্রমণের সময়সীমা থাকবে ৩১ জানুয়ারি পর্যন্ত। অর্থাৎ মেলার সময় কাটা টিকিট দিয়ে নির্ধারিত সময়ের মধ্যে যেকোনো দিন যাত্রা করা যাবে।

কামরুল জানান, দেশের মধ্যে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-কক্সবাজার, ঢাকা-বরিশাল, ঢাকা-সিলেট, ঢাকা-রাজশাহী, ঢাকা-সৈয়দপুর, ঢাকা-যশোর এই ৭টি রুটে টিকিটের উপর এই ছাড়ের অফার চলছে। বর্তমানে ঢাকা-চট্টগ্রাম রুটের সর্বনিম্ন ভাড়া ৩ হাজার ৯৯৯ টাকা, কক্সবাজার ৫ হাজার ৪৯৯ টাকা, সিলেট ৩ হাজার ৭৯৯ টাকা, রাজশাহী ৩ হাজার ৪৯৯ টাকা, বরিশাল ৩ হাজার ৪৯৯ টাকা, যশোর ৩ হাজার ৪৯৯ টাকা ও সৈয়দপুর ৩ হাজার ৪৯৯ টাকা ভাড়া নির্ধারণ করা আছে। এসব ভাড়ায় ট্যাক্স ছাড়া মূল ভাড়ার ওপরে ১৫ শতাংশ ছাড় পাবেন যাত্রীরা।

রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন বাংলাদেশ ইন্টারন্যাশনাল ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এক্সপো-২০২২ এ ভারত, মালয়েশিয়া, ভুটান, নেপাল, মালদ্বীপ, ওমান, শ্রীলঙ্কা, তুরস্ক, আজারবাইজান, কোরিয়া, ভিয়েতনাম, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাতসহ ১৫টির বেশি দেশ থেকে এয়ারলাইন্স, হসপিটাল, ট্যুরিজম বোর্ড, ট্রাভেল এজেন্সি, ট্যুর অপারেটর, হোটেল, রিসোর্ট, ক্রুজ লাইনার, ডেসটিনেশন ম্যানেজমেন্ট কোম্পানি এবং অন্যান্য ট্রাভেল ও ট্যুরিজম খাত সংশ্লিষ্ট সেবা দানকারী প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছেন।

এক্সপোটি সবার জন্য প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উন্মুক্ত রয়েছে। এছাড়া, প্রতিদিন একটি করে সেমিনার অনুষ্ঠিত হচ্ছে মেলায়।

বাংলাদেশ ইন্টারন্যাশনাল ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এক্সপোটির আয়োজন করেছে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব)। এবারের আয়োজনে টাইটেল স্পন্সর হিসেবে এয়ার অ্যাস্ট্রা ও কো-স্পন্সর হিসেবে রয়েছে ইউএস বাংলা এয়ারলাইন্স।