Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

উদ্ধারের পর বিশাল আকারের তক্ষকটি ছেড়ে দেওয়া হলো বনে  

হবিগঞ্জ জেলা জুড়েই সক্রিয় হয়ে উঠেছে বন্যপ্রাণী পাচারচক্র। বন বিভাগ ও পুলিশ প্রশাসনের নজরদারি ফাঁকি দিয়ে চলছে এই চক্রের তৎপরতা।  এবার সীমান্ত দিয়ে পাচারের জন্য সংরক্ষিত একটি বিশাল আকারের তক্ষক উদ্ধার করে করেছে র‌্যাব। তবে পাচারকারী চক্রের কাউকে ধরতে পারেনি সংস্থাটি।

রোববার (১২ জুন) জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার পূর্ব বড়চর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে তকক্ষটি উদ্ধার করা হয় বলে র‌্যাব সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। একইদিন সেটিকে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ অধিদপ্তরের মাধ্যমে বনাঞ্চলে অবমুক্ত করা হয়েছে।

র‌্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের সহকারি পুলিশ সুপার (এএসপি) আব্দুল্লাহ আল নোমান জানান, বিলুপ্ত প্রায় তক্ষকটি সীমান্ত দিয়ে পাচারের জন্য শায়েস্তাগঞ্জ এলাকায় সংরক্ষণ করা হয়েছিল। তক্ষকটিকে সুযোগ বুঝে পাচার করার চেষ্টায় ছিল পাচারচক্র। 

এ বিষয়ে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ কার্যালয়ের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা ফরেস্টার তোফায়েল আহমেদ চৌধুরী বলেছেন, উদ্ধার হওয়া তক্ষকটির ওজন প্রায় ১৫০ গ্রাম এবং লম্বায় ১১ ইঞ্চি।