Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

যুক্তরাষ্ট্রে ‘বাংলাদেশি ইমিগ্র্যান্ট ডে অ্যান্ড ট্রেড ফেয়ার’

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত হলো তিন দিনব্যাপী বাংলাদেশি ইমিগ্র্যান্ট ডে অ্যান্ড ট্রেড ফেয়ার-২০২২। ‘লিগ্যাল রেমিট্যান্স ফ্লো: কিপিং বাংলাদেশ ইকোনোমি স্ট্যাবল’ শীর্ষক এই কনফারেন্সে পৃষ্ঠপোষকতা করে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি.।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অর্থনীতিবীদ ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান।

ড. আতিউর রহমান বলেন, এই আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশিদের জন্য এক নতুন দ্বার উন্মোচিত হলো যা বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে সহায়ক হবে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দীর্ঘ ৫০ বছরের সুসম্পর্কের ধারাবাহিকতায় এই আয়োজন দুই দেশের ব্যবসায়-বাণিজ্য ও সাংস্কৃতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ।

বিশেষ অতিথি ও কী-নোট স্পিকার হিসেবে বক্তব্য দেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী। তিনি বলেন, বৈধপথে রেমিট্যান্স প্রবাহ দেশের ফরেন রিজার্ভ বৃদ্ধির সাথে সাথে বৈদেশিক সাহায্যের ওপর নির্ভরশীলতা হ্রাস করে এবং বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জন ও টেকসই উন্নয়নে ভূমিকা রাখে। আর চলমান ডলার সংকটে তো এর অবদান অনস্বীকার্য।

এ ছাড়া তিনি প্রবাসীদের প্রশিক্ষণ ও দক্ষতা অর্জনে গুরুত্বারোপ করে বলেন দক্ষতা ও প্রশিক্ষণ অধিক উপার্জনে সহায়ক। একই সাথে রেমিট্যান্স প্রদানে খরচ কমানো, প্রয়োজনীয় সংখ্যক রেমিট্যান্স প্রদান কেন্দ্র স্থাপনে আলোচনা করেন এবং বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রদানে প্রবাসীদের উৎসাহ প্রদান করেন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই’র প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিন ও বাংলাদেশ ইনফরমেশন সেন্টার ওয়াশিংটন ডিসি ১৯৭১ এর কো-ফাউন্ডার ড. ডেভিড নালিন।

আরও উপস্থিত ছিলেন বাংলাদেশি ইমিগ্র্যান্ট ডে অ্যান্ড ট্রেড ফেয়ার ২০২২-এর কনভেনার ড. জিয়াউদ্দিন আহমেদ এবং সিইও বিশ্বজিত সাহা।