বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, ‘আওয়ামী লীগ সরকার করোনার চেয়েও ভয়ঙ্কর। তাদের হাত থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে হবে।’ গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়’-এর নাম পরিবর্তনের প্রতিবাদে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটি ইতিহাস। তিনি ক্ষমতায় আসার পর একবার ভারত গিয়েছিলেন। ভারতের তৎকালীন রাষ্ট্রপতি বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আলিঙ্গন করে বলেছিন, ‘বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের ঘোষণার মধ্য দিয়ে জিয়াউর রহমান আপনি নব ইতিহাসে স্থান করে নিয়েছেন, যা মুছে ফেলার নয়।’ কিন্তু একটি মীমাংসিত বিষয় অযাচিতভাবে হাত দিয়ে মানুষের হৃদয়ে আঘাত দিয়ে আজ রাস্তায় নামতে বাধ্য করছে।’
গয়েশ্বর বলেন, ‘১০ মাস হলো করোনার, প্রধানমন্ত্রী বাসভবন থেকে বের হন না নিরাপত্তার স্বার্থে। কিন্তু দেশের ১৮ কোটি মানুষ ঘরে থাকতে পারছে না। আমাদের অনেক নেতা করোনায় আক্রান্ত হয়ে প্রাণ দিয়েছেন, অনেকেই আক্রান্ত। আক্রান্ত হতে পারি- এই বিবেচনায় জীবন রক্ষায় ঘরে বসে থাকতে পারি না। রাস্তায় নামতে হয়। এর কারণ শেখ হাসিনা।’ গয়েশ্বর বলেন, ‘একাত্তরের যুদ্ধে যদি কোনো অবদান রেখে থাকি তা হলে করোনার মৃত্যুর চেয়ে জনগণের পক্ষে রাজপথে আন্দোলন সংগ্রামে মৃত্যু হয়, সেটা হবে পরিপূর্ণ মৃত্যু। করোনাকে ভয় করে ঘরে বসে থাকতে পারি না। করোনার চেয়ে মারাত্মক ভয়ানক হচ্ছে আজকের সরকার। এই ভয়ানক করোনার হাত থেকে জাতিকে রক্ষা করতে হবে। কারণ আওয়ামী লীগ আওয়ামী লীগের জন্য; সাধারণ মানুষের জন্য নয়।’ #