Bangladesh

আদালতে আসামিকে মাদক সরবরাহ!

নাটোরের আদালতে আসামিকে মাদক সরবরাহের সময় একজনকে আটক করেছে পুলিশ।

আটককৃত মাদক সরবরাহকারীর নাম জনি শেখ। তিনি নাটোর শহরের কান্দিভিটা এলাকার জামাল শেখের ছেলে।  মঙ্গলবার নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এই ঘটনা ঘটে।

নাটোর সদর থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, শহরের কান্দিভিটা মহল্লার বুলবুল হোসেনের ছেলে অস্ত্র মামলায় গ্রেপ্তার  সজিব হোসেন কারাগার থেকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিতে এসেছিলেন। এ সময় তার সহযোগী  জনি শেখ তার হাতে মাদক সরবরাহর চেষ্টা করে। ঘটনাটি  উপস্থিত পুলিশের  উপ-পরিদর্শক  মালেক দেখতে পান। সঙ্গে সঙ্গে জনি শেখের দেহ তল্লাশি করে ১২ পিস ইয়াবা ট্যাবলেট ও এক পুড়িয়া গাজা পাওয়া যায়। জনিকে আটক করে আদালতের কারাগারে রাখা হয়।

এ ঘটনায় নাটোর সদর থানায়  জনি শেখের বিরুদ্ধে  মাদক দ্রব্য নিয়ন্ত্রণ  আইনে মামলা দায়ের হয়েছে। জনি শেখকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আরিফুল/টিপু