তুরস্কের আঙ্কারায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ঢাকার কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ে মোস্তফা কামাল আতাতুর্কের ভাস্কর্য বানাবে তুরস্ক সরকার। দেশে বঙ্গবন্ধুর নির্মাণকে কেন্দ্র করে বিতর্কের মধ্যেই তুরস্কের পক্ষ থেকে এমন সিদ্ধান্ত এলো। গতকাল তথ্য মন্ত্রণালয়ে তথ্যমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ শেষে তুরস্কের রাষ্ট্রদূত মুস্তফা ওসমান তুরান গণমাধ্যমকর্মীদের এমন তথ্য জানান।
মুস্তফা ওসমান তুরান বলেন, বন্ধুত্বপূর্ণ দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে। আশা করি আমরা মুজিববর্ষের সমাপনী অনুষ্ঠানে যোগ দেব। বঙ্গবন্ধু হচ্ছেন বাংলাদেশের প্রতীক আর কামাল আতাতুর্ক হচ্ছেন তুরস্কের প্রতীক। এই দুই নেতার ভাস্কর্য দুই দেশে স্থাপন করব- এ ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিয়েছি। শিগগিরই এই কাজ শুরু করা হবে। এ ছাড়া ইস্তানবুল এবং চট্টগ্রামেও এ ধরনের কিছু করা যায় কিনা-সেটা নিয়েও আলোচনা হয়েছে।
তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, তুরস্কের রাজধানী আঙ্কারাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ভাস্কর্য স্থাপন করার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে ঢাকায় আধুনিক তুস্কের প্রতিষ্ঠাতা কামাল আতাতুর্কের একটি ভাস্কর্য স্থাপন করা হবে।