কুমিল্লা নগরীর ৯ তলা ভবনের নিচ থেকে জান্নাতুল হাসিন (২৩) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। নিহত শিক্ষার্থী নগরীর ধর্মসাগর পশ্চিমপাড়ের বাসিন্দা ইদ্রিস মেহেদীর মেয়ে। সম্প্রতি ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ শেষ করে একটি ব্যাংকে ইন্টার্ন করছিলেন। ঢাকায় বোনের বাসায় থাকতেন তিনি।
হাসিনের বাবা বলেন, সোমবার রাতে ঢাকা থেকে বাসায় আসে হাসিন। তার মন খারাপ দেখেছি। দুপুর দেড়টার দিকে শ্যাম্পু কেনার কথা বলে বাসা থেকে বের হয়। পরে জানতে পারি বাসার পাশের গোল্ড সিলভার হোমস নামে একটি ৯ তলা আবাসিক ভবনের ছাদ থেকে পড়ে মারা গেছে সে। ওই ভবনের নিরাপত্তারক্ষী হাবিবুর রহমান জানান, মেয়েটি ভবনে ঢোকার সময় ছয়তলায় রাফি আঙ্কেলের মেয়ে সোহানার কাছে যাবে বলে জানিয়েছিলেন। ৮-১০ মিনিট পর দেখি মেয়েটি নিচে পড়ে
আছে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কোতোয়ালি মডেল থানার কর্মকর্তা আনোয়ারুল হক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মেয়েটি আত্মহত্যা করেছেন। তবে অন্য কোনো ঘটনা আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।