রাজধানীর গোপীবাগে নির্মাণাধীন ভবন থেকে পড়ে মোরশেদুর (২৩) নামে শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার (২৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল, সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে দুপুর আড়াইটার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
ওই শ্রমিকের সহকর্মী মিজান জানান, মতিঝিলস্থ গোপীবাগ একটি ৭ তলা নির্মাণাধীন ভবনের চতুর্থ তলায় মাচা বাধার সময় অসাবধানতা বসত পা ফসকে নিচে পড়ে যায় মোরশেদুর। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান।
মোরশেদুর চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাও হাট উপজেলার চাম মচরী গ্রামের একরামুল হকের ছেলে।