Bangladesh

ইংল্যান্ডের দারুণ শুরুর পর প্রোটিয়াদের ফেরা

তিন বছরের বেশি সময় পর টেস্টে শতরানের উদ্বোধনী জুটি পেয়েছে ইংল্যান্ড। তবে ভালো শুরুটা ধরে রাখতে পারেনি ইংলিশরা। দ্রুত ৪ উইকেট তুলে নিয়ে ঘুরে দাঁড়িয়েছে দক্ষিণ আফ্রিকা।

জোহানেসবার্গ টেস্টে বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে খেলা হয়েছে ৫৪.২ ওভার। ইংল্যান্ড ৪ উইকেট হারিয়ে তুলেছে ১৯২ রান। অধিনায়ক জো রুট ২৫ ও অলিভার পোপ ২২ রানে অপরাজিত আছেন।

নিউ ওয়ান্ডারার্স স্টেডিয়ামে শুক্রবার বৃষ্টির কারণে খেলা শুরু হয়েছিল তিন ঘণ্টার বেশি সময় দেরিতে। টস জিতে ব্যাট করতে ১০৭ রানের উদ্বোধনী জুটিতে ইংল্যান্ডকে ভালো সূচনা এনে দেন জ্যাক ক্রোলি ও ডম সিবলি।

২০১৬ সালে ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টের পর এই প্রথম ইংল্যান্ডের উদ্বোধনী জুটি তিন অঙ্ক স্পর্শ করল। এরপর অবশ্য দুই ওপেনার ফেরেন দ্রুতই। সিবলিকে (৯৩ বলে ৪৪) ফিরিয়ে জুটি ভাঙেন বিউরান হেনড্রিকস। ভারনন ফিল্যান্ডারের শিকার ক্রোলি (১১২ বলে ৬৬)।

থিতু হয়ে ইনিংস বড় করতে পারেননি জো ডেনলি (৩৫ বলে ২৭)। দুই অঙ্কে যেতে পারেননি বেন স্টোকস। ইংল্যান্ডের স্কোর তখন ৪ উইকেটে ১৫৭। ৫০ রানের মধ্যে নেই ৪ উইকেট।

এরপর অবশ্য আর কোনো বিপদ হতে দেননি রুট ও পোপ। পঞ্চম উইকেটে ৩৫ রানের জুটিতে অবিচ্ছিন্ন আছেন এই দুজন।

ঢাকা/পরাগ