ওয়ালটন গ্রুপের পরিচালক মাহবুব আলম মৃদুলের আত্মার শান্তি কামনা করে আজ দুপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
রোববার (২৪ জানুয়ারি) দুপুর ১টায় ওয়ালটন গ্রুপের করপোরেট হেড অফিস (বসুন্ধরা আবাসিক এলাকা), গাজীপুরে ওয়ালটন কারখানায়, মিরপুর ওয়ালটন কমপ্লেক্স ও রাইজিংবিডির কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থাকবেন।
গত ২১ জানুয়ারি সন্ধ্যা ৬টা ২৩মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান মাহবুব আলম মৃদুল। পরদিন বাদ জুমা মরহুমের গ্রামের বাড়ি টাঙ্গাইলের গোসাই জোয়াইরে তার জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মাহবুব আলম মৃদুল ১৯৯৭ সালের ২৫ জানুয়ারি টাঙ্গাইলের সদর উপজেলার গোসাই জোয়াইর গ্রামে সম্ভ্রান্ত মুসলিম ব্যবসায়ী পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা এস এম শামছুল আলম ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ভাইস চেয়ারম্যান।
## ওয়ালটনের পরিচালক মাহবুব আলম মৃদুল আর নেই
## ওয়ালটন পরিচালক মৃদুলের মৃত্যুতে রাইজিংবিডির শোক
## ওয়ালটনের পরিচালকের মৃত্যুতে পরিকল্পনামন্ত্রীর শোক
## ওয়ালটন পরিচালক মৃদুলের আত্মার মাগফেরাত কামনায় দোয়া চাইলেন স্বজনেরা
## ওয়ালটন পরিচালক মাহবুব আলম মৃদুলকে পারিবারিক কবরস্থানে দাফন