বুধবার (৩ মার্চ) সূচকের নিম্নমুখি ধারায় শেষ হয়েছে দেশের পুঁজিবাজারের কার্যক্রম। এই দিন বাজারে লেনদেনও কমেছে।
ডিএসই সূত্রে জানা গেছে, আগের কার্যদিবসের চেয়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২০ পয়েন্ট কমে ৫ হাজার ৪৮৮ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৩ পয়েন্ট কমে ১ হাজার ২৪২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৫ পয়েন্ট কমে ২ হাজার ৯২ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৭৭৫ কোটি ৮৪ লাখ টাকায়। আগের কার্যদিবসে ডিএসইতে লেনদেন হয়েছিল ৮৩৩ কোটি ৯৪ লাখ টাকার। ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৬টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১৩১টির, কমেছে ১২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৯৯টি শেয়ারের দর।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৮১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৯১৬ পয়েন্টে, সিএসই ৫০ সূচক ৯ পয়েন্ট কমে ১ হাজার ২১৪ পয়েন্টে এবং সিএসসিএক্স সূচক ৫০ পয়েন্ট কমে ৯ হাজার ৫৯৪ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হওয়া ২৪০টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ৮৪টির, কমেছে ৯৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৯টির শেয়ার দর। সিএসইতে ৩২ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।